হিসাব না দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করবে ইউজিসি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর্থিক কমিটির বৈঠক হয় না বছরের পর বছর।এসব প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি)আয়-ব্যয়ের হিসাবও পাঠায় না।পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ ধরনের বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে  ইউজিসি।

এ বিষয়ে শনিবার (২১ জানুয়ারি) রাতে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমরা তাদের কয়েক দফা তাগাদা দিয়েছি । কিন্তু তারা বেঁধে দেওয়া সময়েও আয়-ব্যয়ের হিসেব দেয়নি। এসব বিশ্ববিদ্যালয়ের তালিকা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করব।২০১০ সালের আইন তাদের মানতে হবে ।’
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ জানুয়ারি এবং ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে আয়-ব্যয়ের হিসাব দিতে দু’দফা চিঠি দিয়েছে ইউজিসি। কিন্তু হিসাব দেয়নি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

এদিকে ইউজিসির ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ব্যয় ও ২০টি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি ব্যয়ের কোনও তথ্য ইউজিসিকে দেয়নি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে, ‘প্রত্যেক আর্থিক বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী বছরের আয়-ব্যয়ের হিসাব, সংরক্ষিত তহবিল ও সাধারণ তহবিলের হিসাব ইউজিসি এবং সরকারের কাছে পাঠাতে হবে।’

আইন অনুযায়ী  বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যেক আর্থিক বছরে আয়-ব্যয়ের হিসাব ইউজিসির নির্ধারিত ফরমে প্রস্তুত ও সংরক্ষণ করবে। প্রত্যেক আর্থিক বছরের নিরীক্ষা প্রতিবেদন পরবর্তী আর্থিক বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসিতে পাঠানোর কথা। কিন্তু বছরের পর বছর অনেক প্রতিষ্ঠান যথাসময়ে আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না। এ কারণে তাদের বিষয়ে তথ্য প্রকাশ করতে পারছে না ইউজিসি।

আয়-ব্যয়ের হিসাব না দেওয়া প্রসঙ্গে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান আরও বলেন, ‘এক শ্রেণির বিশ্ববিদ্যালয় এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। আয়ের অর্থ নিজেদের পকেটে ঢোকাচ্ছে।তাই আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না।’

ইউজিসির তথ্য মতে, ২০১৫ সালে ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট আয় ছিল প্রায় ২ হাজার ৭৯১ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা। এই হিসাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গড় আয়  ছিল  প্রায় ৩ হাজার ৩৬২ কোটি  ৯৭ লাখ টাকা।

একই বছরে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ব্যয় ছিল প্রায় ২ হাজার ৫৩৬ কোটি ১৮ লাখ ৩৮ হাজার টাকা। আর  প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গড় ব্যয় ছিল প্রায় ৩ হাজার ৫৫ কোটি ৬৪ লাখ টাকা।

সূত্র: বাংলা ট্রিবিউন