হিলি বন্দরে বন্ধ পেঁয়াজ আমদানি, কেজিতে বেড়েছে ১৫ টাকা

গত দুই দিন থেকে আবারো বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। নতুন করে আসেনি কোনো পেঁয়াজের চালান। আর এতে করে হিলির পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ মুজুদ করে বাড়িয়েছে দাম বলছেন পাইকাররা।

হিলি স্থলবন্দরের খুচরা বাজারে আবারো বেড়েছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গতকাল যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা। আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানান, আমদানি কারকদের ঘরে প্রচুর পেঁয়াজ আছে। তারা বেশি পেঁয়াজ দিচ্ছে না এমনকি বেশি দাম নিচ্ছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি।

তারা আরো জানান, যদি সাংবাদিকের ক্যামেরার সামনে বক্তব্য দেয় তবে আমদানি কারকরা পেঁয়াজ দেবে না তাদের সাব জানিয়েছেন।

বন্দরের কয়েকজন পাইকরারদার অভিযোগ করে জানান, আড়তে প্রচুর পেঁয়াজ রয়েছে দামও বেশি। পেঁয়াজ কেনার পর তারা কোন রশিদ দিচ্ছে না। তারা পেঁয়াজগুলো কিনে আতঙ্কের মধ্যে রয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ