হাস্যকর পেনাল্টির কল্যাণে জিতেছে বাংলাদেশ: ভারত কোচ

সাফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার স্বাগতিক মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচের ভাগ্যে গড়ে দেন ডিফেন্ডার তপু বর্মন।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি পায় বাংলাদেশ। ম্যাচের ৫৩তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমকে পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে হাতে বল লাগিয়ে বসেন শ্রীলঙ্কার ডিউকসন পুসলাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লঙ্কান এই ডিফেন্ডার। স্পটকিকে ঠিকঠাক লক্ষ্যভেদ করে গোলটি করেন তপু।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন ভারতের কোচ ইগর স্টিমাচ। গোলডটকমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমরা এমনভাবে খেলব যেন ফলাফল আমাদের পক্ষে থাকে। নেপাল একবার প্রতি আক্রমণে গিয়েছে এবং ম্যাচটি তারা জিতেছে। অথচ মালদ্বীপ ভালো ফুটবল খেলেছে। এদিকে, বাংলাদেশ জিতেছে হাস্যকর পেনাল্টির কল্যাণে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভারত কোচ বলেন, ‘খেলায় কী ফলাফল হবে জানিনা। আমাদের সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।’

সাফে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ভারতের কোচের এমন বক্তব্য তাতিয়ে দিতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের। বাংলাদেশের দ্বিতীয় হলেও এবারের আসরে এটিই ভারতের প্রথম ম্যাচ।

 

সূত্রঃ কালের কণ্ঠ