হাসপাতালে লতা মঙ্গেশকর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এইসময়ের প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, রোববার রাত ১.৩০ নাগাদ তার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় প্রবীণ এ গায়িকাকে। গায়িকার চিকিৎসার দায়িত্বে আছেন হাসপাতালের শীর্ষ মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ফারুক ই উদওয়াদিয়া। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছন তার চিকিৎসকরা।

গত ২৮ সেপ্টেম্বর ৯০-এ পা দিয়েছেন লতা মঙ্গেশকর। সেদিন গুজরাটি মা আর মারাঠি বাবার ঘরে জন্মেছিলেন ‘ভারতের নাইটিঙ্গেল’ লতা মঙ্গেশকর। গত ২৮ সেপ্টেম্বর তার ৯০তম জন্মদিনে ভারত সরকার তাকে ‘ডটার অব দ্য নেশন’ খেতাবে ভূষিত করেছে।