হাসপাতালে দেশ বরেণ্য সঙ্গীত পরিচালক আলম খান

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

দেশের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। গতকাল রোববার বিকেলে রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এখন তিনি হাসপাতালেই আছেন। তবে আশংকামুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন আলম খান নিজেই।

 

আজ বিকেলে আলম খান বলেন, ‘আমি এখন আশংকামুক্ত আছি। নেবুলাইজার নিচ্ছি। সবাই দোয়া করবেন।’

 

এদিকে সুরকার আলম খানকে নিয়ে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী একটি স্ট্যাটাস লিখেছেন আজ। সেখানে তিনি লিখেছেন, ‘সুরকার আলম খান। জীবনে কখনো ঔদ্ধত্য – রাগ-অহংকার- পরনিন্দা- লোভ যাকে ছুঁতে পারেনি। তাঁর অসংখ্য সুপারহিট গানের তালিকার কিছু গান পরে স্ট্যাটাসে জানাব। সারা পৃথিবীতে কোনো শিল্পীকে সাহায্য চাইতে হয় না-কেবল আমাদের দেশেই চাইতে হয়।’

 

তবে এই মুহূর্তে আলম খানের আর্থিক সহায়তা লাগবে কি না- এ ব্যাপারে আলম খান কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে কেউ কিছু জানাননি।

 

আলম খানের সুর ও সংগীত পরিচালনায় অনেক বিখ্যাত গান রয়েছে। এরমধ্যে  উল্লেখ্যযোগ্য গানগুলো হলো, ‘ওরে নীল দরিয়া’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ প্রভৃতি।

সূত্র: এনটিভি