হাসনাইনকে দ্রুত পাকিস্তানে ফেরার নির্দেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মোহাম্মদ হাসনাইনকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ছেড়ে দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশে এসে তাকে ঘরোয়া ক্রিকেট লিগ কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নিতে বলা হয়েছে।

অবশ্য পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই কিছুদিন আগে সিপিএলে খেলতে যান হাসনাইন। বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পুরো টুর্নামেন্টে খেলার কথা ছিল তার। কিন্তু বোর্ডের নির্দেশে টুর্নামেন্টের মাঝপথেই ফিরতে হচ্ছে ১৯ বছর বয়সী ডানহাতি পেসারকে।

চলতি বছরের শুরুর দিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দ্যুতি ছড়ান হাসনাইন। গতির ঝড় তোলে নজর কাড়েন ক্রিকেট বিশ্বের। ৭ ম্যাচে ১৭.৫৮ গড়ে ১২ উইকেট শিকার করেন তিনি। শুধু তাই নয়, ১৫০ কিলোমিটারের আশেপাশে গতি তোলেন প্রতিশ্রুতিশীল ও সম্ভাবনাময়ী তরুণ পেসার।

পিএসএলে আগুন ঝরানো বোলিংয়ের সুবাদে গেল মার্চে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পান প্রতিভাবান এ পেসার। এরপর বিশ্বকাপের প্রাথমিক দলেও ডাক পান তিনি। যদিও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

চলমান সিপিএলেও বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন হাসনাইন। নাইট রাইডার্সদের হয়ে ৪ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।

হাসনাইন এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৫ ওয়ানডে খেলেছেন। ৭.৩৯ গড়ে ঝুলিতে ভরেছেন ৫ উইকেট। এছাড়া ১৩ টি-টোয়েন্টিতে ১৯ উইকেটের মালিক তিনি।