হার না মানা প্রিয়ামনি

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণের অভিনেত্রী প্রিয়ামনি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখলেও একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি।

 

প্রিয়ামনি তামিল, তেলেগু থেকে শুরু করে হিন্দি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

 

তবে চলচ্চিত্র অভিনয় ক্যারিয়ারের শুরুতে বক্স অফিসে ব্যর্থ হন প্রিয়ামনি। বার বার তার অভিনীত চলচ্চিত্র ব্যবসায়ীকভাবে ব্যর্থ হলেও হাল ছাড়েননি তিনি। বরং ধীরচিত্তে নিজের লক্ষ্যে এগিয়ে যান এই অভিনেত্রী।

 

সময়ের সঙ্গে অভিনয়গুণে দর্শক হৃদয়ে ঠিকই শক্ত জায়গা তৈরী করে নেন প্রিয়ামনি। এবং কাজের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার লাভ করেন। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

 

Priyamoni_1

ভারতের ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন প্রিয়ামনি। সেখানেই বেড়ে উঠেছেন তিনি

 

Priyamoni_2

স্কুলের পাঠ শেষ করেই স্টিল বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ শুরু করেন প্রিয়ামনি

 

Priyamoni_3

প্রিয়ামনি বর্তমানে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক পড়ছেন

Priyamoni_4

তামিল ভাষার কাঙ্গালাল কাইধু সেই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন প্রিয়ামনি

 

Priyamoni_5

অভিষেক চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হলে মালায়লাম ও তেলেগু ভাষার চলচ্চিত্রের দিকে ঝুঁকে পড়েন প্রিয়ামনি

 

Priyamoni_6

২০০৪ সালে সাথিয়াম সিনেমার মাধ্যমে মালায়লাম ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটে প্রিয়ামনির

Priyamoni_7

প্রিয়ামনি অভিনীত পেলিয়ানা কোথালো সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পায়। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়

 

Priyamoni_8

২০১০ সালে রাবণ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে প্রিয়ামনির

Priyamoni_9

২০০৭ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন প্রিয়ামনি

সূত্র: রাইজিংবিডি