বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘হার্ট-থ্রব’কে V-Day গিফট দিলেন ‘হিট-ম্যান’

Paris
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৭:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বন্ধুত্বের শহরে পেলেন প্রেমের গিফট! ভ্যালেন্টাইন ডে-র কয়েক ঘণ্টা আগেই হার্ট-থ্রবের জন্য গিফটা তুলে রাখেন ‘হিট-ম্যান’৷

প্রোটিয়াদের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে সেরা খেলোয়াড়ের গিফটা স্ত্রী রীতিকাকে উৎস্বর্গ করলেন রোহিত শর্মা৷ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করলেন মুম্বইয়ের ডানহাতি৷ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে তা ইনস্টাগ্রামে পোস্ট করলেন মুম্বইয়ের ডানহাতি৷ যার ক্যাপশন… “Happy Valentine’s Day Rits @ritssajdeh,” ৷

কেপ টাউনের ৭৭০ কিলোমিটার পূর্বে দক্ষিণ আফ্রিকার বন্দর শহর পোর্ট এলিজাবেথ৷ যার ডাক নাম ‘ফ্রেন্ডলি সিটি’৷ এই বন্ধুত্বের শহরে মঙ্গলবার সতীর্থদের রান-আউটের জন্য দায়ী হয়েছিলেন টিম ইন্ডিয়ার ‘হিট-ম্যান’৷ প্রথমে ক্যাপ্টেন কোহলি এবং তার কিছুক্ষণ পরেই অজিঙ্কা রাহানে৷ ক্রিজে জমে যাওয়ার পরও ব্যক্তিগত ৩৬ রানে রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় স্বপ্নের ফর্মে থাকা কোহলি৷ এর ছ’ ওভার পরেই একই ঘটনা ঘটে রাহানের (৮) সঙ্গে৷ উলটো দিকে সেই রোহিত৷

তবে এ সব পিছনে ফেলে সেন্ট জর্জেস পার্কে দুরন্ত সেঞ্চুরি করেন রোহিত৷ মুম্বইয়ের এই ডানহাতির ব্যাটে ১১৫ রানের দায়িত্বশীল ইনিংসে আফ্রিকান সাফারিতে স্বপ্নপূরণ হয় টিম ইন্ডিয়ার৷ ৭৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের স্বাদ পায় ভারত৷ টেস্ট সিরিজ হারলেও ৪-১ এগিয়ে থেকে এক ম্যাচ বাকি থাকতেই ছ’ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে নেয় টিম কোহলি৷ আর সেঞ্চুরি করে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন রো-হিট৷

গত বছর মোহালিতে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে কেরিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরি করে স্ত্রী রীতিকে সেকেন্ড ম্যারেজ অ্যানিভারসারি গিফট দিয়েছিলেন রোহিত৷ আর পোর্ট এলিজাবেথে ম্যাচে জেতানো সেঞ্চুরিটা স্ত্রীকে দিলেন ভ্যালেন্টাইন গিফট হিসেবে৷

মোহালিতে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, ‘আমি অত্যন্ত খুশি যে, এই বিশেষ দিনে স্ত্রী আমার সঙ্গে রয়েছে৷ জানি ওর এই গিফটা দারুণ পছন্দ হবে৷ ও আমার শক্তি৷ ফলে ওর সঙ্গে থাকাটা আমার কাছে স্পেশাল৷’

আর মঙ্গলবার সেন্ট জর্জেস পার্কে ওয়ান ডে কেরিয়ারে ১৭তম সেঞ্চুরির পর সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরটা দারুণ উপভোগ করছি৷ এখানে ক্রিকেট খেলার দারুণ জায়গা৷ জানতাম রান পাবই’৷ মোহালিতে ডাবল সেঞ্চুরির পর টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে ১৯টি ইনিংসে মোট ২৪৯ রান করেন৷ গড় ১৩.১১৷ সর্বোচ্চ ছিল ৪৭৷ কিন্তু বিশেষ দিনের আগেই হার্টথ্রবের জন্য ব্যাটে সেঞ্চুরি এল রোহিতের৷

সর্বশেষ - খেলা