হারে বাংলাদেশ অধ্যায় শুরু কাবরেরার

প্রায় দুই মাস ধরে ক্লাবে ক্লাবে ঘুরে ও প্রিমিয়ার লিগ দেখে মালদ্বীপ ও মঙ্গোলিয়া ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড বাছাই করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু তার বাছাই করা খেলোয়াড়দের নিয়ে প্রথম ম্যাচেই ভরাডুবি বাংলাদেশের। স্বাগতিক মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে কাবরেরার দল।

যদিও মালদ্বীপে যাওয়ার আগে শিষ্যদের নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ পাননি তিনি।

বাংলাদেশে তিন দিন এবং মালদ্বীপে একদিনের অনুশীলনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বিল্ডাপ ফুটবল ও পরিবর্তনের গল্প শোনালেও মালেতে তার ছিটেফোঁটাও প্রয়োগ করতে পারেনি জামাল ভুঁইয়ারা। দুই অর্ধে মালদ্বীপের রক্ষণে যাও বা সুযোগ বানিয়েছে সেটাও ফরোয়ার্ডরা হেলায় হারিয়েছেন। রক্ষণেও অগোছালো ছিলেন তারিক, বাদশারা। ম্যাচের প্রথম গোলটা তো বলা যায় রক্ষভাগের ভুলেই হজম করেছে বাংলাদেশ।

মালদ্বীপের কাছে এমন হারে খুশি নন কাবরেরা। ম্যাচ শেষে এই স্প্যানিয়ার্ড বলেন,’অবশ্যই ফলাফলে আমি খুশি না। তবে মাঠে ছেলেরা ভাল ছিল, তারা নিজেদের সেরাটা চেষ্টা করেছে। আমরা প্রথমার্ধের শুরুতেই নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলাম কিন্তু তা কঠিন ছিল। ঘরের মাঠে মালদ্বীপ ভাল খেলেছে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ