হায় রে, কোনও ফিল্ম মেকারের ‘লজ্জা’ দেখানোর সাহস নেই!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লজ্জা’ দেখানোর সাহস নেই কোনও ফিল্ম মেকারের! হায় রে… ‘লজ্জা’ না দেখানোর থুড়ি, বানানোর এই সাহস না থাকাও যে অন্য এক লজ্জা-র

রাখঢাক না করে এ বার বলেই দিলেন ‘লজ্জা-র শিল্পী’ তসলিমা নাসরিন৷ টুইটারে লেখিকা এমনই জানিয়েছেন যে, তাঁর ‘লজ্জা’ উপন্যাসটি ভারতে অত্যন্ত জনপ্রিয়৷ এই উপন্যাসে রয়েছে উপমহাদেশের রূঢ় বাস্তবের কাহিনি৷ কিন্তু, হায় রে এই উপন্যাসের উপর ভিত্তি করে সিনেমা বানানোর সাহস নেই কোনও ফিল্ম মেকারের৷

 

ওয়াকিবহাল মহলের বিভিন্ন অংশ এখন এমনই মনে করছে যে, এই টুইটে লেখিকা যেভাবে ‘লজ্জা’ উপন্যাসটিকে ভারতে অত্যন্ত জনপ্রিয় হিসেবে উল্লেখ করেছেন, সেই কারণে স্বাভাবিক ভাবেই ধরে নেওয়া যেতে পারে তিনি ভারতীয় ফিল্ম মেকারদের কথা বলেছেন৷ এবং, লেখিকার এই টুইটে অবশ্য বাংলার কোনও ফিল্ম মেকারও ছাড় পাচ্ছেন না৷

 

তসলিমা নাসরিনের জীবনের উপর ভিত্তি করে বাংলায় অবশ্য সিনেমা বানিয়েছেন বাংলার-ই এক ফিল্ম মেকার৷ ওই সিনেমা অর্থাৎ, ‘নির্বাসিত’ ২০১৫-য় জাতীয় পুরস্কারও পেয়েছিল৷ স্বাভাবিক ভাবেই লেখিকার এই ধরনের টুইটে সমাজের শুভবুদ্ধিসম্পন্ন অংশের বিভিন্ন মহলে দেখা দিয়েছে অন্য এক লজ্জা, সত্যিই কি কোনও ফিল্ম মেকারের সাহস নেই!!

 

তসলিমা নাসরিনের পঞ্চম উপন্যাস হিসেবে ১৯৯৩-তে প্রকাশিত হয়েছিল ‘লজ্জা’৷ এই উপন্যাস প্রকাশের পরে লেখিকাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে৷ অন্যদিকে, ‘দঙ্গল’-এর অভিনেত্রী ফতিমা শেখের প্রশংসাও করেছেন লেখিকা৷ টুইটারে তিনি এমনই জানিয়েছেন যে, ‘দঙ্গল’-এর ফতিমা শেখ অত্যন্ত সুন্দর! তিনি চমৎকার অভিনেত্রী! তিনি বলিউডের সুপারস্টার হতে পারেন৷