শনিবার , ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হামলা হলে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে চীন

Paris
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ১১:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যেকোনো ‘বৈদেশিক আগ্রাসন’ প্রতিরোধে পাকিস্তানের পাশে আছে চীন। এমনকি কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের পক্ষেই আছে চীনের অবস্থান।

 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আয়োজিত এক বৈঠকে লাহোরের নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইয়ু বোরেন এ কথা জানান।

 

ইয়ু বোরেন বলেন, ‘যে কোনো আগ্রাসন মোকাবিলায় আমাদের দেশ পাকিস্তানকে সহযোগিতা করবে।’

 

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, গতকাল শুক্রবার ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের জন্মদিন। আর জন্মদিনে শুভেচ্ছা জানান কনসাল জেনারেল ইয়ু বোরেন।

 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

 

চীনের পক্ষ থেকে ইয়ু বোরেন বলেন, ‘কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানের পক্ষে আছি। কাশ্মীরে (ভারতশাসিত) নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করার কোনো যুক্তিই নেই। কাশ্মীরের মানুষের মতামতের ওপর ভিত্তি করেই কাশ্মীর সমস্যার সমাধান করা প্রয়োজন।’

 

ভারতশাসিত কাশ্মীরে কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। আর চলতি মাসে কাশ্মীরের উরি এলাকায় এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। আর এর জবাবও ভারত দেবে বলে হুমকি দিয়েছে।

সূত্র: এনটিভি

সর্বশেষ - আন্তর্জাতিক