মঙ্গলবার , ৩ জুলাই ২০১৮ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হাত থেকে পড়ে গেলো স্মার্টফোন, রক্ষা করবে এয়ারব্যাগ

Paris
জুলাই ৩, ২০১৮ ২:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

স্মার্টফোন একটি সংবেদনশীল ডিভাইস, এটা কারও অজানা নয়। সবাই নিজের স্মার্টফোন বেশ সাবধানতার সঙ্গেই ব্যবহার করেন। তারপরও কিছু কিছু সময় হাত ফসকে বা ওপর থেকে পড়ে নষ্ট হয় স্মার্টফোন। এ ধরনের সমস্যা সমাধানে একটি উপায় বের করেছেন জার্মান এক শিক্ষার্থী। স্মার্টফোন হাত থেকে পড়ে যেন নষ্ট না হয় সেজন্য বিশেষ ধরনের এয়ারব্যাগ তৈরি করেছেন তিনি।

এটা স্মার্টফোনকে সুরক্ষিত রাখবে।
এই এয়ারব্যাগটির কৃত্রিম চেতনাশক্তি রয়েছে। একটি স্মার্টফোন শূন্যে ভাসছে কিনা চেতনাশক্তির মাধ্যমে এটা সহজেই বুঝতে পারে। অর্থাৎ হাত থেকে স্মার্টফোন পড়ার সময় এয়ারব্যাগটি এটা স্বয়ংক্রিয়ভাবে বুঝে যায়। আর তখন স্মার্টফোনকে সুরক্ষিত করতে ফোনের চারকোনা থেকে বের হয়ে আসে চারটি কাঁটা। এই কাঁটাগুলোই স্মার্টফোনে কোনও আঘাত লাগতে দেয় না।

দুর্ঘটনা থেকে ডিভাইসকে রক্ষা করতে যে এয়ারব্যাগ ব্যবহার হবে, এটি মূলত একটি স্মার্টফোন কেস বা কভার। সুরক্ষার জন্য ফোনে এটি লাগিয়ে রাখতে হবে। এরপর যখনই হাত ফসকে স্মার্টফোন পড়বে, ঠিক তার আগে চারকোনা থেকে কাঁটা বের হয়ে স্মার্টফোনকে অক্ষত রাখবে।

জার্মান ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ফিলিপ ফ্রেঞ্জ এয়ারব্যাগ উদ্ভাবনের জন্য ইতোমধ্যে পুরস্কৃত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আগামী মাস থেকে এই ব্যাগটি সবার জন্য বাজারে অবমুক্ত করা হবে। এতে ব্যবহারকারীদের অর্থ অপচয় অনেক কমে যাবে। বিশেষ করে স্মার্টফোন হাত থেকে পড়ার পর ক্ষতিগ্রস্ত স্মার্টফোন ঠিক করতে কিংবা নতুন করে একটি ফোন কিনতে যে টাকা ব্যয় হয় এই কেস ব্যবহার করলে তেমন কিছু করতে হবে না।

 

বাংলাট্রিবিউন

সর্বশেষ - তথ্যপ্রযুক্তি