হাতীবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ ৬ মামলার ‘আসামি’ গুলিবিদ্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (৩৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ আবুল কালাম মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। আবুল কালাম উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামসুল হকের ছেলে।

রোববার দিনগত রাতে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, গোপন খবর পেয়ে উপজেলার চান্নাত পাটিকাপাড়া এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের ওপর হামলা ও গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আবুল কালামের দুই পায়ে গুলি লাগে। পরে পুলিশ তাকে আহতাবস্থায় গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ সময় ঘটনাস্থলে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন। তাদেরও হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাদক বিক্রেতা আবুল কালামের বিরুদ্ধে থানায় ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি।