শুক্রবার , ৯ জুন ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হাতখরচ বাঁচিয়ে বস্তিবাসীদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনছেন ছাত্রছাত্রীরা

Paris
জুন ৯, ২০১৭ ৪:১৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: তাঁদের কেউ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, কেউ গবেষণা করেন, কেউ আবার সদ্য যোগ দিয়েছেন চাকরিতে। নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে দুঃস্থ বস্তিবাসীদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনছেন বালিগঞ্জ এলাকার এমনই একঝাঁক তরুণ-তরুণী। আগামী ১৫ জুন শতাধিক মহিলার হাতে তাঁরা সেগুলি তুলে দেবেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক শুভস্মিতা চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা দক্ষিণ কলকাতার বিভিন্ন বস্তি এবং ফুটপাথের বাসিন্দা মোট ১২০ জন মহিলার সঙ্গে যোগাযোগ করেছি। এঁরা অত্যন্ত কম দামের বা অস্বাস্থ্যকর স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। অনেকে আবার সেটুকুও জোগাড় করতে পারেন না। সেই কারণেই আমাদের এই উদ্যোগ।’’ পেশায় তথ্যপ্রযুক্তিকর্মী অয়ন দাশগুপ্তের কথায়, ‘‘গত মার্চে আমরা বস্তিবাসী শিশুদের জন্য বেবি ফুড কিনে দিয়েছিলাম। সেবার মোট ৯৪ জনের পাশে থাকতে পেরিছিলাম। এবার সেই সংখ্যাটা আরেকটু বাড়বে।’’

উদ্যোক্তারা জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তাঁরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়েছেন। এই মুহূর্তে যার সদস্য সংখ্যা ২০৭। সদস্যদের অধিকাংশই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। প্রত্যেকেই সাধ্যমতো অর্থ সাহায্য করেন। শুভস্মিতা জানান, প্রতি বছরই এরকম কিছু কাজ তাঁরা করতে চান। অয়নের কথায়, ‘‘সরকারি নথিভুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করতে চাই। সেই উদ্যোগও শুরু হয়েছে।’’

বালিগঞ্জ ফাঁড়ি এলাকার ফুটপাথের বাসিন্দা অনুপা নস্কর স্যানিটারি ন্যাপকিন পাবেন। তাঁর কথায়, ‘‘এগুলো খুবই দরকারি, ওঁরা দিলে উপকার হয়। আমাদের বেশি খরচের সামর্থ্য নেই। তবে আমার চেয়েও আমার মেয়ের প্রয়োজন বেশি।’’

সর্বশেষ - আন্তর্জাতিক