হাজীদের জন্য স্মার্ট স্লিপিং পড দিচ্ছে সৌদি সরকার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাজীদের জন্য স্বল্পকালীন থাকার সুব্যবস্থা হিসেবে স্মার্ট পড বা স্মার্ট তাবুর ব্যবস্থা করেছে সৌদি সরকার।

হজের সময় লাখ লাখ মানুষের সমাগম হয় সৌদি আরবের পবিত্রভূমি মক্কা ও মদিনায়। সেখানে অতিরিক্ত লোক সমাগমের কারণে অনেকেই হোটেলে থাকতে পারেন না।

১৮ থেকে ২৪টির মতো হোটেল হজযাত্রায় যাওয়া ব্যক্তিদের বিনামূল্যে থাকার ব্যবস্থাও করে দিয়েছে।

সৌদি সরকার এবার থেকে স্বল্প সময় থাকা যায় এমন কয়েক হাজার স্লিপিং স্মার্টপড দিয়েছে।

প্রত্যেকটি স্লিপিং পড তিন মিটার করে লম্বা এবং এক মিটার উচ্চতার। যেখানে হাজিরা পোশাক বদল, গোসল এবং তাদের ল্যাগেজ রাখতে পারবেন । এছাড়া সেখানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধাও পাবেন তারা।

এই অস্থায়ী নিবাসে হাজীরা টানা তিন ঘণ্টা করে থাকতে পারবেন। তিন ঘণ্টা পর তাদের সেটা ছেড়ে দিতে হবে। এরপর তা পরিষ্কার করে আরেকজনকে দেয়া হবে।

মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় আয়োজনে এবছর মক্কায় ২০ লাখ লোকের সমাগম হয়েছে।