হাইতিতে ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬২

হাইতির উত্তরাংশে একটি পেট্রলবাহী ফুয়েল ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৬২ জন  নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। হাইতির শহর ক্যাপ-হাইতিয়েনে সোমবার রাতে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি এ ঘটনাকে ‘ধ্বংসাত্মক’ আখ্যা দিয়েছেন।

তিনি টুইট করেন, দেশজুড়ে তিন দিনের শোক পালন করা হবে। হতাহতদের জন্য শান্তি কামনা করা হবে। হাইতিবাসী এ ঘটনায় শোকসন্তপ্ত। তিনি জানান, তাঁর কর্মকর্তারা আহতদের সুচিকিৎসা প্রদানের জন্য ওখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে।

ক্যাপ-হাইতিয়েনের ডেপুটি মেয়র প্যাট্রিক অ্যালমোনর দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে প্রথমে বলেন, বিস্ফোরণে কমপক্ষে ৫৩ জন মারা গেছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলের আশপাশের ২০টি বাড়ি পুড়ে গেছে। তিনি মৃত্যুর সংখ্যা বাড়বে বলে মনে করেন। কারণ যারা তাদের বাড়িতে মারা গেছে তাদের এখনও গণনা করা হয়নি। তিনি বলেন, এটা ভয়ানক, যা ঘটেছে। আমরা অনেক জীবন হারিয়েছি।

তিনি আরো বলেন, স্থানীয় হাসপাতালে আহতদের সাহায্য করার জন্য আরো নার্স, চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন।

 

সূত্রঃ কালের কণ্ঠ