হাইতিতে তাণ্ডব, ফ্লোরিডায় চোখ রাঙাচ্ছে ‘ম্যাথিউ’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাইতিসহ ক্যারিবিয়ান সাগর অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে এবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে তেড়ে যাচ্ছে হারিকেন ‘ম্যাথিউ’। আশঙ্কা করা হচ্ছে, ‘প্রাণঘাতী’ ঝড়টি সরাসরি আঘাত হানবে ফ্লোরিডা উপকূলে। সেখানে এর আঘাত হবে আরও শক্তিশালী।

 

হারিকেনের সম্ভাব্য আঘাত সম্পর্কে ইতোমধ্যে ফ্লোরিডার নাগরিকদের সতর্কতার পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশনা দিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

 

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাটাগরি-৪ ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে।

 

ম্যাথিউয়ের আঘাতে হাইতিতে সবশেষ ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া বহু মানুষ বসতভিটা হারিয়েছেন। প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেক এলাকার ‍মানুষ।

ঝড়টি তার গতিপথে ডমিনিক রিপাবলিকেও আঘাত হানে। এতে দেশটিতে অন্তত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

 

ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ‘ম্যাথিউ’ গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগুতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: বাংলা নিউজ