হাঁসে আখ গাছ খাওয়া নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ২০ জন আহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জে হাঁসে আখ গাছ খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশডর গ্রামের কাছন মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনা মিয়ার পূর্ববিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে বাড়ির পাশে লাগানো কাছন মিয়ার একটি আখগাছ সোনা মিয়ার হাঁসে খেয়ে ফেলেছে বলে অভিযোগ তোলেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে সাত্তার মিয়া (৪০), শাহজাহান (৩৫) ও ছুরুক মিয়াকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. ফয়সল আহমেদ বলেন, সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সোনা মিয়া বলেছেন, হাঁসে আখ গাছ খায়নি। তবে হাঁস তার বাড়িতে গিয়েছিল। আখ গাছ খাওয়ার মিথ্যা অভিযোগ তুলে আমাদের ওপর হামলা করা হয়েছে। পরে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।

এ ব্যাপারে জানতে কাছন মিয়ার সঙ্গে যোগাযোগ করে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, হাঁসে আখের গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

সূত্র: কালের কণ্ঠ