হল থেকে বের হয়েই শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে পরীক্ষার্থীরা। আজ রোববার দুপুর দেড়টার দিকে নগরীর শিরোইল সংলগ্ন দোসর মন্ডল মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।

সচেতন ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা , ‘হায়রে প্রশ্ন ফাঁস, করলি শিক্ষার সর্বনাশ’, সহ নানা স্লোগানে ফেস্টুন নিয়ে রাস্তায় জমায়েত হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, প্রশ্ন ফাঁস প্রতিরোধে নানা নিয়ম কানুন তৈরী করা হলেও তা বন্ধ করা যাচ্ছে না। এতে করে সাধারণ শিক্ষার্থীাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে। প্রশ্ন ফাঁসকারীরা শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরেই আছেন। তাদের এ অপকর্মের জন্য প্রকৃত শিক্ষা আজ হুমকির মুখে পড়ে যাচ্ছে। পরীক্ষায় ভাল ফল লাভের আশায় আমরা যখন দিন রাত পরিশ্রম করছি ঠিক তখনই কিছু অসাধু চক্র আমাদের মেধাকে শুন্য করার চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে।

অবিলম্বে প্রশ্ন ফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন পরীক্ষার্থীরা।

স/অ