হলোকাস্ট ডিনায়াল ল’র আদলে আইন চান শাজাহান

সিল্কসিটি নিউজ ডেস্ক :
বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শাজাহান খান এসব দাবি করেন।

তিনি বলেন, এই সংসদে হলোকাস্ট ডিনায়াল ল’র আদলে একটি আইন করার জন্য আইনমন্ত্রী এখানে কথা বলেছিলেন। হলোকাস্ট ডিনায়াল ল’র আদলে না হলে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা নিয়ে যারা কটাক্ষ করে তাদের বিচার করার কোনো সুযোগ নাই। সুতরাং হলোকাস্ট ডিনায়াল ল’র আদলে অবিলম্বে আইনটি করা উচিত।

শাজাহান বলেন, বঙ্গবন্ধুর হত্যার কলাকুশলী যারা- যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা শুধু কয়েকজন মেজর নয়; এর পেছনে যে সমস্ত কলাকুশলী ছিল তাদের চিহ্নিত করার জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত এখানে হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে একটা রিপোর্ট জাতীয় সংসদে উপস্থাপন করা দরকার, জাতির সামনে তুলে ধরা দরকার।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশে পাঠিয়েছিল, চাকরি দিয়েছিল, ব্যবসা দিয়েছিল- তিনি হলেন জিয়াউর রহমান। এখানে ষড়যন্ত্রকারী হিসেবে খন্দকার মোশতাক আর প্রধান আসামি হবেন জিয়াউর রহমান। যেহেতু তিনিই তখন উপপ্রধান সেনাপতি ছিলেন।