হবিগঞ্জের ইউএনও’র বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলী মোঃ মহিউদ্দিনকে অফিসকক্ষে হাতকড়া পড়িয়ে গ্রেফতার করায় ওই উপজেলার ইউএনও মোঃ জসীম উদ্দিনের বিচার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী এলজিইডির কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন। 

এলজিইডির পক্ষ থেকে এক অভিযোগে বলা হয়, বাহুবল উপজেলার ইউএনও মোঃ জসীম উদ্দিন দীর্ঘদিন ধরে ভুয়া বিল ভাউচার দিয়ে সরকারী টাকা উঠিয়ে আত্মসাত করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৬মার্চ আরো কিছু ভুয়া বিল নিতে আসায় উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন তাতে স্বাক্ষর করেননি। এতে ক্ষিপ্ত হয়ে থানা পুলিশ ডেকে ইউএনওর অফিসকক্ষে প্রকৌশলী মহিউদ্দিনকে হাতকড়া পড়ানো হয়। যা সরকারী কর্মচারী আইন ২০১৮ এর ৪১(১) ধারার পরিপন্থী। মানববন্ধনে এমন ঘটনার তীব্র প্রতিবাদসহ ক্ষমতার অপব্যবহারী ওই ইউএনওর সুষ্ঠু বিচার দাবী করা হয়।

স/অ