হঠাৎ করেই রাজশাহীতে গ্রামিণ ফোন সেবা বন্ধ, বেকায়দায় গ্রাহকরা


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে হঠাৎ করেই গ্রামিণ ফোন সীমে কল ও নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে গ্রামিণ ফোনের সীম থেকে কোনো অপরেটরে কল যাচ্ছে না। আউট গ্রোয়িং বা ইনকামিং কোনোটির সেবাই গ্রাহকরা পাচ্ছেন না। এতে চরম বিড়াম্বনায় পড়েছেন গ্রাহকরা।

এদিকে গ্রামিণ ফোনের সীমে ইনকামিন বা আউট গ্রোয়িং কল না যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার ঝড় উঠেছে। লোকজনদের মধ্যে নানা ধরনের আলোচনা সমালোচনা করতে দেখা যায়। বিশেষ করে কলের পাশাপাশি নেই ইনটারনেট সংযোগও। বিদ্যুৎ যাওয়া-আসার মতই সীমে নেটওয়ার্ক আসা যাওয়া করছে। মিলছে না ইন্টারনেট সেবাও।

বিষয়টি নিয়ে গ্রাহকদের গ্রামিণ ফোন কল সেন্টারগুলোও তেমন পরামর্শ দিতে পারছে না গ্রাহকদের। তারা বলছে, সাময়িকের জন্য এই অসুবিধা হয়েছে। পরে ঠিক হয়ে যাবে।

এমন কি গ্রামিণ ফোন সেবা ১২১ এ নম্বরেও যোগাযোগ করা যাচ্ছে না। তবে অন্য সব অপারেটর ঠিকভাবেই চলছে।

গ্রামিণ ফোনের রাজশাহীর কাস্টার সেন্টারগুলোও এব্যাপারে কোনো পরামর্শ দিচ্ছেন না। আগাম কোনো বার্তা না দিয়ে গ্রামিণ ফোনের এমন বিড়াম্বনায় মানুষ বেকায়দায় পড়েছেন।