হজের জন্য সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি ‘গুজব’!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপ মিশন শেষ করে গতকাল রবিবার দেশে ফিরেছে টাইগাররা। দলের সঙ্গে ফিরেননি বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন তিনি ইংল্যান্ডে থাকবেন। এর মাঝেই কিছু গণমাধ্যমে গুজব রটে যায়, সাকিব নাকি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজে খেলবেন না। ক্লান্তি এবং হজে যাওয়ার জন্য নাকি তিনি বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে ছুটির আবেদন করেছেন। কিন্তু বিসিবির এই কর্মকর্তা জানিয়েছেন, এমন কিছুই ঘটেনি। কোনো ছুটির আবেদনই জানাননি সাকিব!

শুধু দেশি পত্রিকা-পোর্টাল নয়; ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ও বলেছে, ‘সাকিব খুব ক্লান্ত এবং তিনি হজ পালন করতে যাবেন। তাই ছুটি চেয়ে আবেদন করেছেন।’ বিষয় হলো, ক্লান্ত, অবসাদ কিংবা পারিবারিক কারণ বা ব্যক্তিগত প্রয়োজনে কোন ক্রিকেটার ছুটির আবেদন করতেই পারেন। ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে এই আবেদন জানাতে হয়। তার সেটা বিবেচনা করে ছুটি দিয়ে দেয়। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব তেমন কোনো আবেদনই জানাননি। অথচ একদিন আগে থেকেই গুজব রটে গেছে!

এ ব্যাপারে সাংবাদিকদের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমি কিছুই জানি না। সাকিব আমার কাছে ছুটি চায়নি। আবেদন না করলে ছুটি মঞ্জুর করার প্রশ্নই আসে না।’

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেছেন, ‘এসব গুজব ও ভিত্তিহীন খবর। ক্রিকবাজকে আমি শুধু বলেছি, লিটন দাস শ্রীলঙ্কা যেতে পারবে না। কারণ, ২৮ জুলাই তার বিয়ে। তবে সাকিব ক্লান্ত ও অবসন্ন আর হজের কারণে শ্রীলঙ্কা যেতে পারবে না- এমন কিছু বলিনি। তাছাড়া আমি কোনো ক্রিকেটারকে ছুটি দেয়ার এখতিয়ার রাখি না। সাধারণত এসব বড় ও সিনিয়র ক্রিকেটারদের ছুটির বিষয়টি পাপন ভাই দেখেন। ছুটির আবেদন করতে হয় সিইও বরাবর।’