‘গাছ বাঁচলে আমাদের পরিবেশ বাঁচবে’ 

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৩০ লাখ শহীদের শরণে ৩০ লাখ বৃক্ষ রোপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপনের আহবান জানিয়েছেন। দেশ রক্ষার জন্য আমাদের ফলজ, বনজ ও ঔষুধী গাছ লাগাতে হবে। আধুনিক বিজ্ঞান বলেছে, গাছ সব কিছু বুঝতে পারে, গাছকে বাঁচিয়ে রাখলে আমাদের পরিবেশ বাঁচবে। গাছপালা আমাদেরকে ঝড়ঝাপটা থেকে রক্ষা করে। এজন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহীর সিটি করপোরেশনের গ্রীণ প্লাজায় অনুষ্ঠিত বিভাগীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান এ কথাগুলো বলেন। 

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অবশ্যই নিজেকে নিয়ে শুধু নয়, দেশেকে নিয়ে জাতিকে নিয়ে চিন্তা করবে। সাধারণ মানুষের কল্যাণে কিভাবে কাজ করতে হবে, আগামি দিনের সুন্দর সু-নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুশিদ হোসেন বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রাশাসক এসএম আব্দুল কাদের ।

এসময় রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গ্রীণ প্লাজার স্টলগুলোতে ফলজ, বনজ ও ঔষুধী গাছগুলো স্থান পাই।

 

স/আ