সড়কে বৃষ্টির পানি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ডিএনডি বাঁধের অভ্যন্তরে ডেমরা থানার মাতুয়াইলের বিস্তীর্ণ এলাকায় দুই দিনের বৃষ্টিতে জমে যাওয়া পানি এখনো নামেনি। রাস্তাসহ অলিতে-গলিতে পানি জমে আছে। ড্রেন উপচে পড়া ময়লা-দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় লোকজন জানান, এর ফলে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়েছে। এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়েছে।

মাতুয়াইল মাদ্রাসা রোডে জমে আছে গত দুই দিনের বৃষ্টির পানিমাতুয়াইল মাদ্রাসা রোডে জমে আছে গত দুই দিনের বৃষ্টির পানি
পানি মাড়িয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজনপানি মাড়িয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন
মাতুয়াইল কবরস্থানের পশ্চিম পাশের সড়কের এই হালমাতুয়াইল কবরস্থানের পশ্চিম পাশের সড়কের এই হাল
ড্রেন উপচে ময়লা-আবর্জনা আর দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সড়কেড্রেন উপচে ময়লা-আবর্জনা আর দুর্গন্ধযুক্ত পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন সড়কে
কবরস্থানের পাশের রাস্তাও ছোট ছোট খানাখন্দে ভরাকবরস্থানের পাশের রাস্তাও ছোট ছোট খানাখন্দে ভরা
বিকল্প হিসেবে কবরস্থানের কর্দমাক্ত রাস্তা ব্যবহার করছেন সবাইবিকল্প হিসেবে কবরস্থানের কর্দমাক্ত রাস্তা ব্যবহার করছেন সবাই
প্রতি বর্ষাতেই জলাবদ্ধতার এমন দুর্দশা মেনে নিয়েই বসবাস করছেন এলাকাবাসীপ্রতি বর্ষাতেই জলাবদ্ধতার এমন দুর্দশা মেনে নিয়েই বসবাস করছেন এলাকাবাসী

এলাকাবাসীর অভিযোগ, সড়কটির পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক করতে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কিছুই।এলাকাবাসীর অভিযোগ, সড়কটির পানি নিষ্কাশনের ব্যবস্থা ঠিক করতে জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি কিছুই।