‘সৎ থাকতে’ প্রিন্স উপাধি ত্যাগ করলেন জর্ডানের রাজপুত্র

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

প্রিন্স উপাধি ত্যাগ করেছেন জর্ডানের সিংহাসনের সাবেক উত্তরাধিকারী প্রিন্স হামজাহ বিন হুসেন।

রবিবার টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রিন্স হামজাহ বিন হুসেন।

বিবৃতিতে হামজাহ বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আমি যা প্রত্যক্ষ করেছি তারপরে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার ব্যক্তিগত বিশ্বাস যা আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম এবং যা জীবনে মেনে চলতে কঠোর চেষ্টা করেছি সেগুলো আমাদের প্রতিষ্ঠানগুলোর আধুনিক পদ্ধতি, প্রবণতা এবং মনোভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

হামজাহ আরও লেখেন, ‘আল্লাহ এবং বিবেকের কাছে সৎ থাকতে আমি প্রিন্স উপাধি ত্যাগ করা ছাড়া কোনও উপায় দেখছি না।’ যতদিন বেঁচে থাকবেন ততদিন জর্ডানের প্রতি অনুগত থাকবেন বলেও জানান তিনি।

হামজাহ বিন হুসেন জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেনের চতুর্থ পুত্র। দেশটির বর্তমান ক্ষমতাসীন বাদশাহ আবদুল্লাহর সৎ ছোট ভাই তিনি। দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ আনার পর গত বছর হামজাহকে গৃহবন্দি করা হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন