‘স্মিথের ব্যাটিং দেখার মতো, ওকে আপনারা ফলো করতে পারেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ প্রসঙ্গে জাতীয় দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘স্টিভ স্মিথ ক্রিকেটের ব্যাপারে খুবই সিরিয়াস। কিছুদিন আগে আমরা তুরস্কে গিয়েছিলাম। সেখানে লাঞ্চ রুমে ছিলাম পরে বাসে তাস খেলতে যাই। স্মিথ সব জায়গায় সব সময়ই শ্যাডো প্র্যাক্টিস করছে।’

গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের কারণে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ হন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। জাতীয় দলে ফেরার পর থেকেই খেলার প্রতি আরও বেশি দায়িত্বশীল হয়েছেন তারা।

স্মিথ প্রসঙ্গে কোচ বলেন, ‘আসলে স্মিথ ব্যাটিংটা অত্যন্ত ভালোবাসে। ও বালিতে দাঁড়িয়ে শ্যাডো করে। বৃষ্টিতেও শ্যাডো করে। এ ব্যাপারটা নিয়ে আমি মজা করছি না। আপনারা ওকে ফলো করতেও পারেন। সত্যি বলতে, স্মিথের ব্যাটিং ভালোবাসা দেখার মতো। তাই এ রকম একজন ক্রিকেটারের জাতীয় দলে ফিরে আসা দেখতে ভালো লাগছে।’

শুধু স্মিথই নন, ডেভিড ওয়ার্নারকে নিয়েও বেশ আত্মবিশ্বাসী ল্যাঙ্গার। তিনি বলেন, ‘ডেভিডের চোখে অদ্ভুত একটা খিদে দেখতে পেয়েছি। ও নিজে একজন গ্রেট ক্রিকেটার, ডায়নামিকও। ও টিমে দারুণ এনার্জি নিয়ে এসেছে। সেটা টিমের বাকি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি।’

সদ্য শেষ হওয়া আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওয়ার্নার ও স্মিথ। বিশ্বকাপের আগে ছন্দে রেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ক।