‘স্মার্টফোন দিয়ে ডকুমেন্টারি তৈরি সম্ভব’ :রাজশাহীতে তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :

হাতের কাছে থাকা স্মার্টফোনটি দিয়েই সম্ভব ডকুমেন্টারি তৈরি।  রাজশাহীর হোটেল ওয়ারিশনে আয়োজন করা হয় তিনদিনের এই প্রশিক্ষণ কর্মসূচি।  যেখানে অংশগ্রহণ করেন ২৫ জন তরুণ-তরুণী। শ্যুটিংয়ের আগে পরিকল্পনা অর্থাৎ মাইন্ড ম্যাপিং, স্টোরি বোর্ড তৈরি, শট ডিভিশন, অডিও-ভিডিও রেকর্ডের কৌশল, সম্পাদনা থেকে শুরু করে প্রয়োজনীয় অ্যাপ ও যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন মোবাইল সাংবাদিকতা বিষয়ক বিশেষজ্ঞ ড. আব্দুল কাবিল খান। তিনি বলেন, সংবাদকর্মী, ইউটিউবার, ব্লগার ও নাগরিক সাংবাদিক হিসেবে এগিয়ে থাকতে হলে স্মার্টফোনের স্মার্টলি ব্যবহার জানাটা জরুরী।

ব্রিটিশ কাউন্সিলের আওয়ার শেয়ারড কালচারাল হেরিটেজ প্রকল্পের আওতায় আয়োজন করা হয় এই প্রশিক্ষণ কর্মসূচির।  এর আওতায় লোকসংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নির্দশন সংরক্ষণ এবং জনমুখী করতে কাজ করছেন এই তরুণেরা।  প্রকল্পটি বাস্তবায়ন করছে সিসিডি বাংলাদেশ ও উড়ন্ত আর্টিস্ট কমিউনিটি।  নলেজ পার্টনার হিসেবে যুক্ত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর।