সোমবার , ২৩ মার্চ ২০২০ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্মার্টফোনে থাকে যে ধরনের জীবাণু

Paris
মার্চ ২৩, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ভাইরাসের আতঙ্কে এখন প্রায় সবাই ফোন ধরার পর  হাত ধুচ্ছেন। কারণ টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু থাকে আমাদের স্মার্টফোনে। কিন্তু কী ধরণের জীবাণু আমাদের স্মার্টফোনে থাকে? আদৌ কী সেগুলো প্রাণঘাতী?

ওয়েবসাইট আইফিক্সইট এ প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে। এতে সহায়তা করেছেন জেসন লরেন্স নামের এক মাইক্রোবায়েলজির শিক্ষার্থী। তিনি দুই ধরনের জীবাণুর কথা জানিয়েছেন। এর মধ্যে একটি হলো স্ট্রেপ্টোকোকাস জীবাণু। এগুলো বেশ নিরীহ। অর্থাৎ এগুলো চামড়ার সঙ্গে লেগে থাকলেও আমাদের কোনো ক্ষতি হয় না।

আরেক ধরনের জীবাণু হলো সিডোমনেস। এগুলো আমাদের মুখেও থাকে। কমবেশি সবার শরীরেই এগুলো পাওয়া যায়। তবে অসুস্থ থাকলে এ জীবাণু ইনফেকশনের কারণ হয়ে উঠতে পারে।

কিছু ক্ষেত্রে স্ট্রেপ্টোকোকাস ও সিডোমনেস বিপজ্জনক জীবাণুর সঙ্গেও লড়াই করে।

ফোনের পেছন দিকটা আমরা বার বার স্পর্শ করি তাই সে অংশটাই বেশি পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ইউভি স্যানিটাইজার। এছাড়াও ফোন পরিষ্কার রাখতে প্রতিবার ওয়াশরুম থেকে বের হয়েই হাত ধোয়ার ওপর জোর দিয়েছেন তিনি।

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি