স্বামী হত্যার বিচার চেয়ে রাস্তায় ঘুরে ঘুরে মাইকিং

সিল্কসিটি নিউজ ডেস্ক :

বরিশালের আগৈলঝাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বামী দেবপ্রসাদ কর্মকারকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করে নগরীর বিভিন্ন রাস্তায় হ্যান্ডমাইক নিয়ে ঘুরে ঘুরে মাইকিং করছেন স্ত্রী শাবানা কর্মকার।

সম্প্রতি বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও আদালতপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ একাধিক রাস্তায় ঘুরে ঘুরে হ্যান্ডমাইক নিয়ে মাইকিং করেন তিনি।

ঘটনার তিন বছর পর প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিনি স্বামী হত্যার বিচার চেয়েছেন।শাবানা কর্মকার জানান, ২০২১ সালের ৪ মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হন তার স্বামী দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজ হওয়ার চারদিন পর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি বাগানে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার মেয়ে এলিজাবেথ কর্মকার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় গত ৪ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি ফিরোজ ভাট্টিকে। ফিরোজ আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল কাদের ভাট্টির ছেলে।

তিনি আরও জানান, তার স্বামী দেবপ্রসাদের সঙ্গে একই এলাকার কাদের ভাট্টির ছেলেদের সঙ্গে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই ঘটনার জের ধরে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার চারদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একাধিক ছায়া তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তদন্ত শেষে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও আসামি পক্ষ এলাকার প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার ও জীবনের নিরাপত্তা নিয়ে তারা এখন আতঙ্কিত। তাই গ্রেপ্তারকৃত আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।