স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল গৃহবধূ

রাজবাড়ীর গোয়ালন্দে স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছেন মিলি খাতুন (২৩) নামে এক গৃহবধূ। বুধবার বেলা ১২টায় উপজেলার হাউলি কেউটিল এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর স্বামীর নাম আলহাজ মিয়া (২৬)। তিনি দৌলতদিয়া ফেলু মোল্লারপাড়ার জলিল মোল্লার ছেলে।

গৃহবধূকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা তার স্বামীকে পিটুনি দিয়ে আহত করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এ দম্পতির ঘরে একটি কন্যাসন্তান রয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর জানান, পারিবারিক কলহে মিলি খাতুন স্বামীর বাড়ি হতে রাগ করে তার বাবার বাড়িতে এসেছিলেন। বুধবার আলহাজ সেখানে গিয়ে অকস্মাৎ তার স্ত্রীর ওপর এসিড ছুড়ে মারে। এতে তার কপাল ও মাথার দিকে অনেকটা অংশ ঝলসে যায়। তবে স্থানীয়রা ক্ষতস্থানে পর্যাপ্ত পানি দিয়ে মিলিকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, গণপিটুনিতে আহত হলে আলহাজকেও হাসপাতালে আনা হয়েছে। সেখানেই তাকে গ্রেফতারপূর্বক চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় গৃহবধূ মিলির বাবা জয়েদ আলী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

 

সূত্রঃ যুগান্তর