মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মহিষবাথান ফায়ার বুলসের জয়

Paris
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৯:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্টিত দিনের প্রথম খেলায় অংশ নেয় মহিষবাথান ফায়ার বুলস বনাম সোহেল সংঘ। এতে মহিষবাথান ফায়ার বুলস ১৭ রানে পরাজিত করে সোহেল সংঘকে।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মহিষবাথান ফায়ার বুলস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রাকিব ৩৪ এবং সায়াম ২৯। সবকটি উইকেট হারিয়ে দলীয় ১০৩ রান সংগ্রহ হয়।

 

জবাবে ব্যাট করতে নেমে সোহেল সংঘ দলীয় ৮৬ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সায়মন ২০ এবং হিরো ১৮।

 

খেলা শেষে ইনিংসের সর্বোচ্চ রান এবং একটি উইকেট পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মহিষবাথান ফায়ার বুলস দলের রাকিব। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবেন তালতলা টাইগার্স বনাম আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ। এতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তালতলা টাইগার্স দল।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ

সর্বশেষ - খেলা