‘স্বপ্নপুরী’

শাহীন আলম
স্বপ্নপুরী, তুমি স্মৃতির মাধুরী।
মায়া দিয়ে গড়া, স্মৃতি দিয়ে ঘেরা,
অপূর্ব সুন্দরী, স্বপ্নপুরী।
তোমার দর্শনে পাগল হয়ে ছুঠে আসে,
শত নর-নারী,
তুমি যে হৃদয়ের রানী,
নিলে যে, সবার মন কারী।
ক্ষুদিরাম বসে, রবী দাঁড়িয়ে, দাঁড়িয়ে দু’টি পরী,
জলহস্তী চড়ে দিতে পারি পদ্মা পাড়ি।
কুমিড়ের পাশে রয়েল থাবা হানে,
ঘোড়া মারে উঁকি,
উঠানে পশু পাখি,
বৃক্ষ ঘিরে সর্পিনী।
প্রাকৃতিক নয় রে সবই যে কৃত্রিম
তবুও পাগল আমি, স্বপ্নপুরী।
বানরের ছুটা-ছুটি, মানুষের ভোনা-ভুনি,
হাতে ক্যামেরা,
ছবি তোলে, হৃদয় দোলে
বিঘা জুড়ে মানচিত্র আঁকা,
স্বপ্নপুরী।

লেখকের স্থান:মান্দা, নওগাঁ।