মঙ্গলবার , ২৬ জুন ২০১৮ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্পেন প্রতিদ্বন্দ্বি রাশিয়া, পর্তুগাল-উরুগুয়ে

Paris
জুন ২৬, ২০১৮ ৮:২১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপে নাটকীয় এক রাত পার করলো সোমবার। ‘ বি’ গ্রুপের স্পেন ও পর্তুগাল দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে এগিয়ে ছিলো। বাকি ছিলো গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়ে কে উঠছে তার অপেক্ষা। তবে প্রতিপক্ষ তাদের হিসেবটা একটু জটিল করে দেয়। কারণ জয় নয়,দুই দলকেই ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়।

এদিন ইনিয়েস্তার স্পেন লড়াইয়ে নামে মরক্কোর বিপক্ষে, আর রোনালদোর পর্তুগাল মুখোমুখি হয় ইরানের। তবে রিয়াল তারকা পেনাল্টি মিস করলে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত হয় পর্তুগাল। ফলে গোলের ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্পেন।

স্পেনের সঙ্গে সমানে লড়ে জাত চিনিয়ে দেওয়া মরক্কো অন্তত পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরের রাউন্ডে যেতে আগামী ১ জুলাই মস্কোতে লড়াইয়ে অবর্তীণ হবে স্পেন ও স্বাগতিক রাশিয়া। দিনের অপর ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। তাতে বি গ্রুপের রানার আপ হয়ে সন্তুষ্ট থাকা পর্তুগালকে পরবর্তী রাউন্ডে যেতে ৩০ জুন সোচিতে লড়তে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে।

সর্বশেষ - খেলা