স্পেনে দাবানল, নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারও মানুষ

স্পেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়া এবার ছড়িয়ে পড়েছে দাবানল। প্রায় এক হাজার উদ্ধারকর্মী এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, ইতোমধ্যে আগুনে তাদের একজনের প্রাণহানি হয়েছে। এদিকে, দাবানল থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। খবর বিবিসির।

জানা গেছে, আন্দালুসিয়ার কোস্তা দেল সলে জনপ্রিয় রিসোর্ট শহর এস্তেপোনার কাছাকাছি উচ্চ ভূমিতে গত বুধবার থেকে শুরু হয়েছে এই দাবানল। এর আগে, দাবানল-কবলিত এলাকার ছয়টি শহর ও গ্রাম থেকে লোকজনকে গত রবিবার সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক মাইল দূর থেকে দাবানলে সৃষ্ট ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা দিলে এই প্রক্রিয়া শুরু হয়।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন