স্থানান্তর হচ্ছে আরএমপি কমিশনারের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় (আরএমপি সদর দপ্তর) স্থানান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর (পুলিশ কমিশনারের কার্যালয়) প্রাঙ্গনে নতুন অফিস ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। এর কারনে আগামী ৪ ফেব্রুয়ারি হতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর কার্যালয় (আরএমপি সদর দপ্তর) ছয় তলা বিশিষ্ট শাহমখদুম থানা ভবনে স্থানান্তর হবে।

সেখান থেকে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন ভবনের নির্মাণ কাজ শেষে পুনরায় পুলিশ কমিশনারের কার্যালয় নতুন ভবনে চালু হবে।

স/অ