বৃহস্পতিবার , ৭ অক্টোবর ২০২১ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্ত্রীর সম্মানে অর্থ জোগাড়ে পাহাড়ে চড়েন ৮১ বছরের বৃদ্ধ

Paris
অক্টোবর ৭, ২০২১ ৯:০৯ পূর্বাহ্ণ

স্ত্রী জ্যানেট আলৎসহাইমার ও অস্টিওপরোসিসে আক্রান্ত। ২৪ ঘণ্টা দেখাশোনা প্রয়োজন হয় তার। সেজন্য তাকে হাসপাতালে থাকতে হচ্ছে। এই অবস্থায় মানসিকভাবে সুস্থ থাকতে পাহাড়ে চড়া শুরু করেন ৮১ বছরের নিক গার্ডনার। এভাবে অর্থও তুলছেন তিনি।

স্কটল্যান্ডের  ১ হাজার ২০ মিটার ওই পাহাড়ের চূড়ায় উঠেন তিনি। তিনি ১২০০ দিনে স্কটল্যান্ডের  ৩ হাজার ফুটের চেয়ে উঁচু সবগুলো (১৮২টি) পাহাড়ে উঠেতে চান। এখন পর্যন্ত ১১৭টি  পাহাড়ে উঠেছেন তিনি।

৩০ বছর আগে ইংল্যান্ড ছেড়ে স্কটল্যান্ডে বসবাস শুরু করেন নিক ও তার স্ত্রী জ্যানেট। ২০১৮ সালে জ্যানেটের আলৎসহাইমার ধরা পড়ে। সেইসঙ্গে তিনি অস্টিওপরোসিসে আক্রান্ত হন। ২৪ ঘণ্টা যন্তের প্রয়োজনে স্ত্রী হাসপাতালে থাকতে হচ্ছে।

 

এই অবস্থায় মানসিকভাবে সুস্থ থাকতে বছরখানেক আগে পাহাড়ে চড়া শুরু করেন নিক। ফেসবুকে নিয়মিত তার খবর জানান। এ ছাড়া স্ত্রীর সম্মানে একটি ওয়েবসাইট তৈরি করে ৪৬ লাখ টাকা জোগাড়ের লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। এখন পর্যন্ত ৩৬ লাখ টাকা পাওয়া গেছে। এই অর্থ স্ত্রীর চিকিৎসায় ও দুটি দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন তিনি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক