স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারিয়ে ইতিহাস টটেনহ্যামের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রায় তিন দশেকর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল৷ ২৮ বছর পর স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসিকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টটেনহ্যাম৷ ‘দ্য ব্লুজ’দের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জয়ের ক্ষরা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার পথে বেশ কিছুটা এগিয়ে রইল রবার্তো পোচেত্তিনোর দল৷ প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে ১ গোলে পিছিয়ে থেকেও অ্যান্তোনিয় কোন্তেদের ৩-১ গোলে পরাজিত করল টটেনহ্যাম৷ একই সঙ্গে লিগ টেবিলে চেলসির সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান তৈরি করে তারা৷

শেষবার স্ট্যাম্পফোর্ড ব্রিজে টটেনহ্যাম ম্যাচ জিতেছিল ১৯০৯ সালে৷ অবশেষে চেলিসর বিরুদ্ধে প্রিমিয়র লিগের কোনও অ্যাওয়ে ম্যাচ জিতল তারা৷ জোড়া গোলে ম্যাচের নায়ক হয়ে দেখা দেন দেলে আলি৷ টটেনহ্যামের অপর গোলটি দানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসেনের৷ চেলসির হয়ে একমাত্র গোল করেন অ্যালভারো মোরাতা৷

ম্যাচের ৩০ মিনিটের মাথায় ভিক্টর মোজেসের পাস থেকে দুরন্ত হোডারে গোল করে চেলসিকে এগিয়ে দেন মোরাতা৷ প্রথমার্ধেই ম্যাচে সমতা ফেরায় টটেনহ্যাম৷ ইনজুরি টাইমে বেন ডেভিসের পাস থেকে চেলসির জালে বল জড়িয়ে দেন এরিকসেন৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাড়তি আগ্রাসী দেখায় টটেনহ্যামকে৷ মুহূর্মুহু আক্রমণে চেলসি রক্ষণকে ব্যস্তিব্যস্ত করে তোলে তারা৷ এমনই চকিত আক্রমণে উঠে ৬২ থেকে ৬৬, চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দীর্ঘদিনের মিথ ভেঙে টটেনহ্যামের জয় সুনিশ্চিত করেন আলি৷

চেলসির বিরুদ্ধে জয়ের সুবাদে ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগ টেবিলের চতুর্থ স্থান আরও মজবুত করল টটেনহ্যাম৷ সমসংখ্যক ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে পঞ্চম স্থানে৷ সুতরাম প্রথম চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করার দিকে সঠিকভাবেই এগিয়ে চলেছে টটেনহ্যাম৷

৩১ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছ ম্যাঞ্চেস্টার সিটি৷ শেষ সাতটির মধ্যে অন্তত দু’টি ম্যাচ জিতলেই বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন গুয়ার্দিওলারা৷ ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে ম্যন ইউ৷ ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে তিনে আছে লিভারপুল৷

কলকাতা ২৪*৭