বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্টোকস ‘সর্বকালের সেরা’, চটেছে ভারতীয়রা

Paris
আগস্ট ২৯, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গড! ভারতে শচীন টেন্ডুলকার অনেকটা তেমনই। আর কোনো ক্রিকেটারকে এতটা মর্যাদা দেয়নি ভারতীয়রা। শুধু ভারত নয়, সারা বিশ্বের অনেক ক্রিকেটপ্রেমীর কাছেই টেন্ডুলকার সর্বকালের অন্যতম সেরা। কেউ কেউ আবার তাঁকেই সর্বকালের সেরা ভাবেন। আর আইসিসি কি না, টেন্ডুলকার নয় বেন স্টোকসকে বানিয়ে দিল সর্বকালের সেরা! ভারতের ক্রিকেটপ্রেমীরা তা সহ্য করবে কেন?

হেডিংলি টেস্টে বেন স্টোকসের মহাকাব্যিক ইনিংসে ইংল্যান্ড জেতার পর আইসিসি ঠিক এ কাজটাই করেছে। ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা স্টোকস ও টেন্ডুলকারকে নিয়ে প্রথম পোস্টটি করেছিল গত বিশ্বকাপ ফাইনালে। স্টোকসের অসাধারণ ৮৪ রানে ভর করে স্নায়ুক্ষয়ী সে ফাইনালে লড়াইয়ের পর সুপার ওভারে জয় তুলে নিয়েছিল ইংল্যান্ড। বিজয়মঞ্চে টেন্ডুলকারের কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নেন স্টোকস। সে ছবি টুইটারে পোস্ট করে আইসিসির ক্যাপশন ছিল, ‘সর্বকালের সেরা ক্রিকেটার—এবং শচীন টেন্ডুলকার।’ এর সঙ্গে মজা করে একটি ইমোও ছিল।

তখনো এ নিয়ে বিতর্ক হয়েছিল। চটেছিলেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। দেশটির বাইরের সাধারণ ক্রিকেটপ্রেমীরাও ব্যাপারটা ভালোভাবে নেননি। আইসিসির সে ক্যাপশনে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহককে খাটো করে দেখা হয়েছে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু আইসিসি এখান থেকে শিক্ষা নেয়নি। এবার হেডিংলি টেস্ট শেষেও আগেরটি পোস্টটি জুড়ে দিয়ে টুইটারে আরেকটি নতুন পোস্ট করেছে আইসিসি। হেডিংলি টেস্টে স্টোকসের মহাকাব্যিক সেঞ্চুরিতে ভর করে জয় পায় ইংল্যান্ড। এরপর আইসিসি টুইট করেছে গত বিশ্বকাপের বিজয়মঞ্চে টেন্ডুলকারের কাছ থেকে স্টোকসের ম্যাচসেরার পুরস্কার নেওয়ার ছবিটি, সঙ্গে রয়েছে আগের ক্যাপশনও। আর তার ওপরে নতুন ক্যাপশন, ‘আগেই বলেছিলাম।’

বলা বাহুল্য, আইসিসির এ পোস্ট ভারতের ক্রিকেটপ্রেমীরা মোটেও ভালোভাবে নেয়নি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এক কথায় ধুয়ে দিয়েছেন তারা। এক ক্রিকেটপ্রেমীর টেন্ডুলকার ও স্টোকসের রান ও গড় তুলে ধরে করা টুইটে প্রশ্ন করেন, ‘সেঞ্চুরিসংখ্যা নিয়ে কথা বলব?’ আরেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর টুইট, ‘আপনারা বললেন আর আমরা বিশ্বাস করলাম তা নয়। টেন্ডুলকার সর্বকালের সেরা বাকি সবকিছু তারপরে। বুঝলেন?’ আরেকজন সরাসরি বলেছেন, ‘এর চেয়ে বেশি সম্মান প্রাপ্য টেন্ডুলকারের। নব্বই দশকের শেষ দিকে সে একাই ভারতীয় ক্রিকেট টেনেছে…অসংখ্যবার…একটাই পার্থক্য তখন টুইটার ছিল না।

সর্বশেষ - খেলা