স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন রাজশাহীর যুবলীগ নেত্রী বিপাশা

নিজস্ব প্রতিবেদক:

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন। তিনি ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওয়াশিংটনের উদ্দেশে হযরত শাহজালাল (র)  আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। রাজশাহীরে একমাত্র নারী নেত্রী হিসেবে এই প্রথম যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে বিপাশা একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন। যা রাজশাহীর রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হলো।

‘জনসাধারণের নীতিনির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব: নারী আইনপ্রণেতা এবং স্টাফ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই অনুষ্ঠান আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত চলবে। এতে বিদেশি নেতা, আমেরিকার আইনপ্রণেতা ও আমেরিকার সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং জনগণের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ হবে। এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন করা।

স/আর