স্টিভ স্মিথকে নেতৃত্বে ফেরানোর প্রস্তুতি চলছে

আবারো অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নেতৃত্বে ফেরার বিষয়ে তাকে নিয়ে আলোচনা চলছে বলে আজ জানিয়েছেন স্টিভ স্মিথ। তবে বর্তমান সেট আপেই তিনি সন্তুষ্ট বলে উল্লেখ করেছেন তিনি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে ১২ মাসের জন্য নিষিদ্ধ হওয়ার সময় জাতীয় দলের নেতৃত্বও হারান ৩১ বছর বয়সী স্মিথ। ওই শাস্তির আওতায় আরো এক বছরের জন্য নেতৃত্ব থেকে দূরে থাকার যে বিধান রয়েছে সেটিও এখন শেষ হয়ে গেছে।

বর্তমানে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন টিম পেইন। আর সীমিত ওভারের ম্যাচের দায়িত্ব পালন করছেন অ্যারন ফিঞ্চ। গত সপ্তাহের শেষভাগে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিঞ্চকে দল থেকে প্রত্যাহার করা হলে ফের আলোচনার কেন্দ্রে ফিরে আসে নেতৃত্বের বিষয়টি। ভারপ্রাপ্ত হিসেবে স্মিথ ফের দায়িত্ব নেবেন বলে ধারনা করা হলেও শেষ পর্যন্ত চলতি দায়িত্ব দেয়া হয় ম্যাথু ওয়েডকে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির ফাঁকে স্টিভ স্মিথ বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। আমার বিষয়ে এবং নেতৃত্ব নিয়ে আলোচনায় আমার মনে হয় জবাব দিবেন জেএল (কোচ জস্টিন ল্যাংগার)। নিজের বিষয়ে আমি এটি বলতে চাই যে দলের জন্য সেরাটা দিতে পারলেই আমি খুশি। এভাবেই আমি এগিয়ে যেতে চাই। দলের জন্য যে কোন কিছু করতেই আমি প্রস্তুত আছি।’

এই সপ্তাহেই ল্যাংগার সাংবাদিকদের বলেছিলেন, স্মিথের নেতৃত্বে ফেরা নিয়ে একটি প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। বিষয়টি ফলপ্রসু হবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান স্মিথ। বলেন, ‘আমার মনে হয় নেতৃত্ব বাছাইয়ের একটি প্রক্রিয়া রয়েছে। বোর্ডের মাধ্যমে এ জাতীয় বিষয়গুলো নিস্পত্তি হবে। অন্যরাও সেটি নিয়ে মত প্রকাশ করবেন। আমি নিশ্চত এবারো এর চেয়ে খুব বেশী ব্যতিক্রম হবে না। তবে আমি কোন কিছুই জানি না। এই মুহুর্তে যারা আছে তারা বেশ ভালভাবেই কাজ করছে। আমার বর্তমান অবস্থানও স্বস্তিদায়ক।’

 

সূত্রঃ কালের কণ্ঠ