শনিবার , ৮ এপ্রিল ২০১৭ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্টকহোমে লরি হামলাকে ‘নিছক আতঙ্ক’ বলছেন প্রতক্ষ্যদর্শীরা

Paris
এপ্রিল ৮, ২০১৭ ৯:৩৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুইডেনের রাজধানী স্টকহোমের এক দোকানে ছিনিয়ে নেওযা চলন্ত লরি হামলাকে ‘নিছক আতঙ্ক’ বলে বর্ণনা করেছেন প্রতক্ষ্যদর্শীরা। ওই হামলায় কমপক্ষে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

 

অস্ট্রেলিয়ান ভ্রমণকারী এক প্রতক্ষ্যদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমি ঘটনাস্থলের আশপাশেই ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ আমি একটি বড় ট্রাক দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। ভয়ে আমি রাস্তার এ পাশ-ওপাশ করতে লাগলাম। তবে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। ট্রাকটি আমাকে আঘাত করার চেষ্টা করছিল।’

 

তিনি আরও বলেন, ‘ট্রাকটি রাস্তার মানুষকে আঘাত করলো, যা ছিল খুবই ভয়ানক। এক পর্যায়ে ট্রাকটি একটি শিশুর ট্রলিতে আঘাত করে পিষে দিলো। ঘটনার অনেক পর সেখানে পুলিশ আসলো। ঘটনাটি দ্রুত ঘটেছিল কিন্তু তা আজীবন মনে থাকবে।’

 

জন ব্যাকভিড নামে এক প্রতক্ষ্যদর্শী বিবিসিকে তাৎক্ষণিকভাবে জানান, ‘এটাও এক প্রকার সন্ত্রাসী হামলা। হামলার শুরুতেই কিছু মানুষ মাটিতে শুয়ে পরে। তবে পুলিশ আসার কিছুক্ষণ আগ পর্যন্ত আমি ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলাম। এরপর দুই তিন মিনিটের  মধ্যে পুলিশ এলাকাটি খালি করা শুরু করলো।’

 

হামলার এক প্রতক্ষদর্শীঅ্যানেভি পিটারসন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জন্মদিন উপলক্ষে স্পা করতে স্টকহোমে অবস্থান করছিলেন। ঘটনার সময় তিনি সেখানে একটি দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি দোকানের বাইরে মানুষের চিৎকার শুনতে পান। তিনি বলেন, ‘আমি প্রথমে বাইরে গোলমান ও চিৎকার শুনেছিলাম। মানুষের সঙ্গে সঙ্গে আমিও দ্রুত হাঁটছিলাম। দোকান থেকে বের হয়ে কিছুদূর এগোতেই আমি একটি কুকুরের মরদেহ দেখতে পায়। যার পাশে বসে তার মালিক চিৎকার করে কাঁদছিলেন। এর পাশেই এক মহিলার ছিন্ন পাসহ পড়ে থাকতে দেখলাম। সেখানে মাটিতে সবজায়গায় রক্ত ও দেহ পড়ে থাকতে দেখি।’

 

তিনি আরও বলেন, ‘আমি অনেককে তার প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আবার অনেককে ভয়ে দৌঁড়াতে দেখেছি। ঘটনাস্থরে নিছক আতঙ্ক বিরাজ করছিল। আমিও সামনের দিকে দৌঁড়াচ্ছিলাম।’

 

ঘটনাস্থালের এক দোকান কর্মচারী গুস্তাভ হোকানেন নামে এক প্রতক্ষদর্শী বিবিসি ওয়াল্ডর্কে জানান, ‘আমি প্রতিদিনের মতো কাজ শেষ করে পাশের মদের দোকানে গিয়েছিলাম। আমরা সেখানে বসে মদ খাচ্ছিলাম। এ সময় হঠাৎ মাথার ওপরে হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম। তখন আমাদের স্থানীয় গণমাধ্যমগুলো জানালো, সাধারণ মানুষের ওপর দিয়ে একটি চালিয়ে দেওয়া হয়েছ। আমি সেদিকে এগিয়ে গেলাম। কারণ ঘটনাস্থলের পাশেই আমার দোকান ছিল।’

 

তিনি আরও বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার সহকর্মীরা সবায় নিরাপদ আছেন। এলাকাটি এখন ঘিরে রাখা হয়েছে।’

 

স্টকহোমে একটি আন্তর্জাতিক স্কুলের বিজ্ঞান শিক্ষক জোনাথান লাপ্পিন বিবিসিকে জানান, ‘ঘটনার সময় আমি সেখানের একটি কফি হাউজে ছিলাম। হঠাৎ আমি মানুষকে ছোটছুটি করতে দেখলাম। আমি ভেবেছিলাম তারা কোনও কিছু উদযাপন করছে অথবা তাদের কারও মোবাইল ফোন চুরি হয়েছে।’

 

 তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর দেখলাম মানুষ আতঙ্গে কফি হাউজের দিকে এগিয়ে আসছে এবং দোকানের পেছনে এসে জড়ো হয়েছে। তখনই মনে হলো মারাত্মক কিছু ঘটেছে। এ সময় দোকানের অনেকে জানালা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলো। এমন সময় আমি বাইরে পুলিশের উপস্থিতি লক্ষ্য করলাম। তারা মানুষকে দ্রুত জায়গাটি খালি করতে বলছিল।’

 

শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে স্টকহোমের ব্যস্ত সড়ক কুইন স্ট্রিটে এ হামলার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

 

পুলিশের ধারণা, এটি একটি সন্ত্রাসবাদী হামলা।

 

হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, হুট করেই লরিটি একটি ডিপার্টমেন্ট স্টোরের ভেতর প্রবেশ করে। ঘটনার আকস্মিকতায় লোকজন হতবিহবল হয়ে পড়েন। তারা দ্রুত ছোটাছুটি করছিলেন।

 

হামলার শিকার ডিপার্টমেন্ট স্টোরটির একজন কর্মী লেইফ আর্নমার। হামলার সময়ে তিনি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। সুইডিশ জাতীয় সম্প্রচারমাধ্যম এসভিটিকে তিনি বলেন, ‘এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন সেটা আমার জানা নেই। তবে এ ঘটনা লোকজনকে স্তম্ভিত করে দিয়েছে।’

 

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতা থেকে মনে হচ্ছে, এটি একটি সন্ত্রাসী হামলা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক