বৃহস্পতিবার , ২৬ এপ্রিল ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্কুল বাসে ট্রেনের ধাক্কা, ১৩ শিশু নিহত

Paris
এপ্রিল ২৬, ২০১৮ ১২:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ভারতের উত্তর প্রদেশে একটি স্কুল বাসে  ট্রেনের ধাক্কায় অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও আট জন।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের খুশিনগর জেলার  বাহপুরবা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রেল ক্রসিংটি গোরখপুর শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বদিকে।

কর্মকর্তারা জানিয়েছেন ডিভাইন পাবলিক স্কুলের প্রায় ২৫ শিক্ষার্থী বহনকারী বাসটি উক্ত ক্রসিং দিয়ে যাওয়ার সময় গোরখপুর থেকে সিবানগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থালেই ১৩ শিশু প্রাণ হারায়। গুরুতর আহত হয় সাতজন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গোরখপুরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি  নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক