স্কুলে ‘হিজাব–বিতর্ক’, দুই সাংবাদিক গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

এবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অভিযোগ করেছেন, তার পূর্বসূরী পিটিআই চেয়ারম্যান ইমরান খান তোশাখানায় রাষ্ট্রীয় উপহার জমা না দিয়ে তা দুবাইতে বিক্রি করেছেন।

তিনি বলেন, ‘ইমরান খান ওই উপহার ১৪০ মিলিয়ন রুপিতে (১৪ কোটি রুপি) দুবাইয়ে বিক্রি করেছেন।’

ইমরান খানের বিক্রি করা রাষ্ট্রীয় উপহার সামগ্রীর মধ্যে হীরের গয়না, ব্রেসলেট ও হাতঘড়ি রয়েছে বলেও জানিয়েছেন শাহবাজ।

আগেই রাষ্ট্রীয় উপহারের হার ১৮ কোটি রুপিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

পাকিস্তানের আইন বলছে, রাষ্ট্রীয় কোনো কর্মকর্তা-কর্মচারী বিদেশি কারও কাছ থেকে কোনো উপহারসামগ্রী পেলে তা তোশাখানায় (রাষ্ট্রীয় কোষাগার) জমা দিতে হবে। আর যদি তারা সেই উপহার নিজের কাছে রাখতে চান তবে সমপরিমাণ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

যদিও এ অভিযোগ প্রত্যাখান করেছেন পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী। তার দাবি, শাহবাজ শরীফ ইমরানে দিকে কাদা ছুড়ছেন।

 

সূত্রঃ যুগান্তর