সৌরভের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী; যা বললেন সৌরভ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রাজনৈতিক নেতাদের মাখামাখি নতুন কিছু নয়। তৃণমূলের মমতা ব্যানার্জী থেকে শুরু করে বিজেপির অমিত শাহ- সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক। গতকাল থেকে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সৌরভ। পশ্চিমবঙ্গ সফরে এসে আজ সৌরভের বাড়িতে নৈশভোজ খেতে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কিন্তু কেন এই নৈশভোজ? এর পেছনে রাজনৈতিক কারণ নেই তো?

সৌরভ কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন? গতকাল থেকেই এমন অনেক প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মনে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের বাসায় নিমন্ত্রণ করা প্রসঙ্গে আজ সৌরভ গাঙ্গুলী ওপার বাংলার গণমাধ্যমকে বলেছেন, ‘উনি আসবেন। নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন। সন্ধ্যায় আসবেন। অনেক কথাই তো রটে। উনার সঙ্গে আমার বহুদিনের আলাপ। ২০০৮ সাল থেকে। খেলার সময়ও দেখা হতো। কিন্তু অতটা দেখা হতো না। কারণ আমি বাইরে বাইরে থাকতাম। এর বেশি কিছু নয়। ‘

এদিকে সৌরভের বাড়িতে অমিত শাহের যাওয়া নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি অমিত শাহকে দই, রসগোল্লা খাওয়াতে বলেছেন। এই বিষয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘দিদি বাঙালি। তাই বাঙালিরা যেভাবে মানুষকে আপ্যায়ন করেন, উনি সেইভাবেই বলেছেন। ‘ অমিত শাহকে কী কী খাওয়াবেন- এমন প্রশ্নে সৌরভ বলেন, ‘আমি বাড়ি গিয়ে দেখব। উনি নিরামিষ খান। আমি ওনার ছেলের সঙ্গে কাজ করি। অনেকদিনের আলাপ। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ