সৌদি জোটের হামলায় ইয়েমেনের ৩০ নাগরিক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্য রাতে ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্রগোষ্ঠী হাউথি বিদ্রোহীরা এ তথ্য জানায়।

দেশটির উত্তরাঞ্চলে এ হামলা হয়। জানা যায়, শুক্রবার আল জাওয়াফ প্রদেশে একটি বিমান ভূপাতিত করে হাউথিরা।

এরপরই সৌদি জোট পাল্টা হামলা চালায়। পাঁচ বছর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় হাউথিরা। এতে সৌদি আরবের রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট।

জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৪ সালে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত বেসামরিক লোকসহ কয়েক লাখ ইয়েমেনি নিহত হয়েছেন।

চরম খাদ্যাভাবে মানবেতর জীবন-যাপন করছেন প্রায় দেড় কোটি মানুষ।