সৌদির তেল বিতরণকেন্দ্রে মিসাইল হামলার দাবি হুতি বিদ্রোহীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

এবার সৌদি আরবের জেদ্দায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো পরিচালিত একটি বিতরণকেন্দ্রে মিসাইল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

তবে এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত মুখ খুলেনি সৌদি আরব।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র টুইটারে সৌদিতে হামলার দাবি জানিয়ে বিদেশি কোম্পানি ও নাগরিকদের সতর্ক করে বলেছে, এ ধরনের ‘অপারেশন আরো চলবে’

সৌদি ছাড়াও এই হামলার সম্পর্কে আরামকো’র পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এক হুথি মুখপাত্র ইয়াহায়া সারেয়া বলেন, কুদস-২ টাইপ মিসাইল দিয়ে হামলা চালানো হয়। হামলা ছিল অত্যন্ত নির্ভুল এবং অ্যাম্বুলেন্স এবং ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত এসেছে। রয়টার্স, আল জাজিরা

 

সূত্র: ইত্তেফাক