সৌদিতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সৌদি আরবের আকাশে সোমবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার ৬ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আগের দেয়া ঘোষণা অনুসারে সৌদিতে আজ সন্ধ্যায় বৈঠকে বসে শাওয়াল মাসের চাঁদ দেখার কমিটি। এ বৈঠকের বিষয়ে শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি নির্দেশ জারি করে।

গালফ নিউজ সৌদি সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরব শেষ রমজান। আর ৬ জুলাই বুধবার পহেলা শাওয়াল। অর্থাৎ বুধবারই সৌদি আরবে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে।

সৌদি আরবে আজ চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবারে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ হয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রমও হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ