সোনামসজিদ সীমান্তে ১৩৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের উপর চকপাড়া এলাকার পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

 
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সুবেদার আবু তাহেরের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮২/২ ও ৩ এর মাঝামাঝি দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপর চকপাড়া গ্রামের সাদেকুল ইসলামের বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশী চালিয়ে ৪৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

 
অপরদিকে একই সময় ওই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে তাজেল মিয়ার বাড়িতে তল্লাশী করে ৯০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অভিযানকালে বাড়ি দুইটির মালিকেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

 
এ ঘটনায় উদ্ধারকৃত ফেনসিডিলগুলো শিবগঞ্জ থানায় জমা করে সাদেকুল ইসলাম ও তাজেল মিয়াকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন লে.কর্নেল এহসান।
স/শ