সোনামসজিদ থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ আটক ২

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ভারতীয় ও বাংলাদেশি জাল টাকাসহ দুইজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা ছাপার মেশিনসহ সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

 
আটককৃতরা হল, সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের আবদুস সাত্তারের ছেলে আবুল কালাম ও দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাদেকুল।

 
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আবু কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপ-পরিদর্শক আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ সোনামসজিদ স্থলবন্দরের ৩নং গেট এলাকার নিকটে বালিয়াদিঘি গ্রামের শরিফুলের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় এক হাজার টাকার নোট ৪৯টি, ৫০০ টাকার নোট ৩টি ও বাংলাদেশি ২০ টাকার নোট ৯০টি সর্বমোট ৫২ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

 
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল কালাম ও সাদেকুলকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ